স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা শহরের প্রাণসায়র খালের খননকৃত উভয় পাশে মোমবাতি প্রজ্বলন করে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগ ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগীতায় এ মোমবাতি প্রজ্জলন করাহয়।
মোমবাতি প্রজ্বলন এর সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ গনহত্যার শিকার সকল শহীদদের স্মরনে জেলাব্যাপী লক্ষ মোমবাতি প্রজ্জলনের অংশ হিসাবে প্রণসায়রের দু’পাশে এ মোমবাতি প্রজ্বলন করাহয়েছে।