মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৬ শে জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের নিজস্ব কার্যালয় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের সভাপতি আছাফুর রহমান, আবুল হোসেন, ইয়াছিন আলী, মুস্তাকিম হোসেন প্রমূখ।
উল্লেখ্য, গোবিন্দপুর উন্নয়ন সংঘের আয়োজনে ইতিপূর্বে গরিব ও ছিন্নমূল ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ, বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ , গরিব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।