নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের কাটিয়ায় সাবেক এমপি এমএ জব্বারের বাসভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ অংশ নেয়৷ প্রত্যেকেই স্থানীয় সংসদ সদস্যের নিকট তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন, জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. দবীর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,সদর উপজেলা সভাপতি রেজাউল ইসলাম,সাধারণ সম্পাদক মিন্টু কুমার সাহা। এসময় সদর উপজেলায় কর্মরত সকল গ্রাম-পুলিশেরা তাদের দাবী মহান জাতীয় সংসদে তুলে ধরার জন্য এমপি আশুকে অনুরোধ করেন।

মতবিনিময় সভায় গ্রাম পুলিশদের কাছে গ্রামীণ মানুষদের যেকোনো সমস্যায় পাশে থাকার আহবান জানান এমপি আশরাফুজ্জামান আশু, পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মানুষজনের ভালে হয়- এরকম কাজ অব্যাহত রাখার জন্য সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *