দীপক শেঠ, কলারোয়া : নারকীয় গ্রেনেড হামলা দিবসে শহীদদের স্মরণে কলারোয়ায় বিশ্বাস মার্কেটন্থ আ’লীগ কার্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি শেখ জাকির হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী, আ’লীগ নেতা প্রভাষক আমজাদ হোসেন, মাস্টার আসাদুজ্জামান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, আ’লীগ নেতা শেখ মোসলেম আহমেদ, পৌর কাউন্সিলর শফিউল আলম শফি ও আসাদুজ্জামান তুহিন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, এরশাদ আলী, জয়দেব সাহা, ডালিম হোসেন সহ আ’লীগ নেতৃবৃন্দ।
সভাটি পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা শেখ মারুফ আহমেদ জনি। সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সুস্থতা কামনায় বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।