স্টাফ রিপোর্টার : গ্লোবাল টিভির ব্যবস্থাপনা পরিচালক এর জন্মদিন উপলক্ষে খুলনা বিভাগীয় অফিসে সকল প্রতিনিধি ও এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার, কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে খুলনা বিভাগীয় অফিসে গ্লোবাল টেলিভিশনের বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত হতে শুরু করে।
শুক্রবার খুলনা বিভাগীয় অফিসে নানা আয়োজনের মধ্যে দিয়ে গ্লোবাল টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ কিরণ এমপির জন্মদিন উদযাপন করা হয়। খুলনা বিভাগীয় প্রতিনিধি আনিছুর রহমান কবির এর সভাপতিত্বে জন্মদিন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন গ্লোবাল টিভির অ্যাসাইনমেন্ট এডিটর আনিসুর রহমান সাব্বির।
এসময় দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রকিব হোসেন, নড়াইল প্রতিনিধি এম এম ওমর ফারুক, সাতক্ষীরা জেলা প্রতিনিধি রাহাত রাজা, বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলাম, খুলনার চিত্র সাংবাদিক শেখ রাসেল, শামিম ও সিয়াম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বায়তুল হেরা জামে মসজিদের পেশ ইমাম মো. আতিকুল ইসলাম।