1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
September 16, 2021, 3:52 pm
Title :
অনলাইন সংবাদপোর্টাল নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া, হাইকোর্টের নির্দেশনা এক্ষেত্রে শৃঙ্খলা বিধানে সহায়ক-তথ্য ও সম্প্রচারমন্ত্রী আশাশুনির শ্রীউলায় বানভাসি মানুষের মাঝে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র খাদ্য সহায়তা বিতরণ খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন আট হাজার নয়শত ৮৫ জন আসক ও স্বদেশের প্যানেল আইনজীবীদের মতবিনিময় সভা কলারোয়ার দেয়াড়া ইউপি নির্বাচনে খোর্দ্দে নৌকা প্রতীকের বিশাল জনসভা টাটাক্রপকেয়ার কোম্পানীর পক্ষ থেকে কৃষক প্রশিক্ষণ দেবহাটায় শান্তি দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন পাটকেলঘাটায় নৌকা প্রতীকের বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত ৪ দফা দাবিতে সাতক্ষীরায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন জিডিপিতে মৎস্যখাত বড় অবদান রাখছে -নারায়ণ চন্দ্র চন্দ

ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং লকডাউনে কর্মহীন পরিবারের মাঝে লায়ন্স ক্লাবের খাদ্য বিতরণ

  • আপডেট সময় Friday, August 20, 2021

আলতাফ হোসেন বাবু : ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং লকডাউনে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ৩১৫ এ-১ এর উদ্যোগে সাতক্ষীরায় ৫২৫টি পরিবারের এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে তুফান চক্ষু হাসপাতালের উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচি শেষে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে উপকারভোগীদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার প্রতিটি বস্তায় ছিল ১২ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, কেজি লবণ ও ১ কেজি চিড়া।

সাতক্ষীরা লায়ন্স কর্মসূচিতে অংশ নেন লায়ন্স জেলা ১১৫ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর নায়ন নজরুল ইসলাম সিকদার, ফাস্ট ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কল্পনা রাজিউদ্দীন, কেবিনেট সেক্রেটারী ড. জাফর বাদসা, সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান, ত্রাণ কমিটির উপদেষ্টা মো. শরীফুজ্জামান, ত্রাণ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সেলিম মিয়া, ডিএলটি জেলা কো-অর্ডিনেটর

ইঞ্জিনিয়ার আকরাম উজ জামান, জিএসটি জেলা কো- অর্ডিনেটর লায়ন্স ফরিরদুল হক, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’র সাতক্ষীরা জেলা গভর্নর এড. এসএম হায়দার, জেলা সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ আবু আহমেদ, সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ এড. মুনির হোসেন, সদস্য ডা. জাকির হোসেন, এড. আবুল কালাম আজাদ, লায়লা পারভীন সেঁজুতি, কাজী সাইফুল হক লিটন, আফজালুল করিম বিপু, মশিউর রহমান, বিশ্বনাথ ঘোষ, শাহিনুর রহমান, কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম সেবামূলক সংগঠন হিসেবে লায়ন্স ইন্টারন্যাশনা দুর্যোগকালীন সময়ে মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews