নিজস্ব প্রতিনিধি: দাম্পত্য জীবনে কলহের জের ধরে কন্যাকে হত্যার পরে বিষপানে আত্মহত্যা করেছেন অন্ত:সত্ত¡া মা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা বাঁশিয়াপাড়া গ্রামে।
আত্মহননকারী মায়ের নাম মনিরা খাতুন (২৬)। তিনি ওই গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। নিহত শিশু কন্যার নাম জান্নাতুল ফেরদৌস (৩)।
নিহত মনিরার চাচা রফিকুল ইসলাম জানান, তার ভাতিজা মনিরা খাতুনকে বিয়ে দেওয়া হয় পার্শ্ববর্তী কুশখালী মক্তব মোড় গ্রামের রাজু আহম্মেদের সাথে। বিয়ের পর তাদের পরপর দুটি কন্যা সন্তান জন্ম নেয় এবং বর্তমানে সে ৯মাসের অন্ত:সত্ত¡া ছিল। কিন্তু বেশ কয়েক দিন আগে তার স্বামীর সাথে কলহ সৃষ্টি হলে বাপের বাড়ি চলে আসে।
এ ঘটনায় এক পর্যায় গত ৩০সেপ্টেম্বর রাত ৮টার দিকে তার দ্বিতীয় কন্যা জান্নাতুল ফেরদৌস (৩)কে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ায় এবং পরে মনিরা খাতুন নিজে বিষপান করে আত্মহত্যা করে।
প্রথমে শিশু কন্যা জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয় পরে মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন মঙ্গলবার দুপুরে মা ও মেয়ের মরদেহউদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।