নিজস্ব প্রতিনিধি : সদরের বিভিন্ন স্থানে ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনী পথসভা, গণ সংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ।
২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে জয় লাভের লক্ষ্যে শুক্রবার সকাল ৯টায় শহরের পলাশপোল, বিকাল ৫টায় দৌলতপুর, সন্ধা নসাড়ে ৭টায় আলীপুরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. শেখ তামিম হোসেন সোহাগ নির্বাচনী পথসভা, গণ সংযোগ ও মতবিনিময় করেন।
এসময় তিনি সাধারণ ভোটাদের হাতে ঘোড়া প্রতিকের লিফলেট বিতরণ করেন এবং আগামী ২৯ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।
নির্বাচনী গণ সংযোগে উপস্থিত ছিলেন এ্যাড. জাফর উল্লাহ, সদর উপজেলা মৎষ্যজীবী লীগের সাধালণ সম্পাদক সাব্বির হোসেন, কবির হোসেন, কানাই সরকার, মনরঞ্জন সরকার, তরুণ সরকার, দেবাষিশ সরকার, সবুজ সরকার, শরিফ হাসান, আমিরুল ইসলাম প্রমুখ।