চট্টগ্রাম, ০৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর ২০২১) : চট্টগ্রাম জেলাধীন সকল থানা, চট্টগ্রাম মহানগরীসহ ক্যান্টনমেন্ট বোর্ড এবং চট্টগ্রামের অধিক্ষেত্রভুক্ত লাইসেন্স সমূহ নবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।

ইতোমধ্যে যারা স্মার্ট লাইসেন্সধারী তারাও নবায়নের জন্য আবেদন করবেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

লাইসেন্সধারীদের আগামী ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে নবায়নের জন্য বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন সম্পন্ন করে নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত লাইসেন্স ফরম পূরন করে আবেদন করতে বলা হয়েছে।
অনলাইনে আবেদনের ঠিকানা: www.licence.gov.bd

নবায়নের জন্য বন্দুক , শর্টগান, রাইফেল ৫ হাজার টাকা ও পিস্তল , রিভলবার ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নবায়নের ফি জমাদানের কোড নম্বর ১-২২১১-০০০০-১৮৫৯। সোনালী ব্যাংক কোট হিল শাখা, চট্টগ্রাম। নবায়নের জন্য ১৫% ভ্যাট জমাদানের কোড নম্বর ১-১১৩৩-০০২৫-০৩১১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *