চট্টগ্রাম, ১৮ জ্যৈষ্ঠ, (০১ জুন) : চট্টগ্রাম জেলার হজ্জ্ব যাত্রীগণের স্বাস্থ্য পরীক্ষা আগামী ০২.৬.২০২২ ইং তারিখ রোজ বৃহস্পতিবার হতে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সভাকক্ষে, সকাল ৯.০০ টা হতে বেলা ২.৩০ ঘটিকায় যে সকল হজ্জ্ব এজেন্সী ইতোমধ্যে ২০২২ সালের সম্মানিত হজ্জ্ব যাত্রীগণের তালিকা অত্র অফিসে জমা করেছেন তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অত্র অফিস হতে নির্ধারিত নমূনা ফরম সংগ্রহ করে প্রত্যেকের জন্য ০২ (দুই) কপি করে ফরম পূরণ করে অত্র অফিসে জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি (দিন, তারিখ ও সময়) হাসপাতালের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট এজেন্সীর মালিক/প্রতিনিধিদের অনুরোধ করা হল।
Blood Group, Urine (R/E), Blood Sugar (R.B.S) পরীক্ষার রিপোর্ট গুলো স্বাস্থ্য পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য যে, শুক্রবার এবং সরকারি ছুটির দিন স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম বন্ধ থাকবে। সূত্র-পিআইডি চট্রগ্রাম
==০==