অনলাইন ডেস্ক : টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৮৫ রানের সহজ লক্ষ্যে প্রোটিয়ারা পৌঁছায় ১৩.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে।
আবুধাবিতে স্বল্প পুঁজি নিয়েও খানিকটা লড়াইয়ের মানসিকতা দেখাতে পেরেছেন বোলাররা, তুলতে পেরেছেন প্রতিপক্ষের চারটি উইকেট। তাতে বরং আক্ষেপই বেড়েছে; নিজেদের সংগ্রহটা যদি আরেকটু বড় হতো!
বড় ব্যবধানে হারের শঙ্কা থাকলেও সেটি হয়নি। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বিপদে পড়তে দেননি।
দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ। টাইগার পেসার ৪ ওভারে ১৮ রানে তুলে নিয়েছেন হেনড্রিক্স ও এইডেন মার্করামের উইকেট। শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ নেন একটি করে উইকেট।
টি-টুয়েন্টি বিশ্বকাপে শুধু হতাশাই উপহার দিয়ে চলেছে বাংলাদেশ। এবার সেটির সঙ্গে যোগ হয়েছে একশ রানও করতে না পারার লজ্জা! সাউথ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে দশ বল আগেই মাত্র ৮৪ রানে গুটিয়ে যান লিটন-সৌম্যরা।
সর্বোচ্চ ২৭ রান আসে মেহেদী হাসানের ব্যাটে। লিটন দাস ২৪ ও শামীম হোসেন ১১ রান করে যান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। সৌম্য সরকার, মুশফিকু রহিম, আফিফ হোসেন ও নাসুম আহমেদ আউট হয়েছেন শুন্য রানে।
কাগিসো রাবাদা ও এনরিচ নরকিয়া তিনটি করে উইকেট নেন। তাবরাইজ শামসি দুটি উইকেট নিয়েছেন।
আবুধাবিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে মাত্র ২৮ রান। শুরুর নড়বড়ে অবস্থা থেকে আর বের হতে পারেনি টাইগাররা।
শুক্রবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে এখনো প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ।