স্টাফ রিপোর্টার : চন্দনপুর দাখিল মাদ্রাসা উন্নয়নে মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ দিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিস্ট সমাজসেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
৩১শে জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন তার নিজস্ব তহবিল থেকে চন্দনপুর দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চন্দনপুর দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব অধ্যাপক মো. আবু নসর, মাদ্রাসার সুপার মাও. মাসুম বিল্লাহ, সহ-সুপার মো: আব্দুল মালেক, প্রতিষ্ঠাতা সদস্য মাও. জিয়াউল হক যুক্তিবাদি।