অনলাই ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। মঙ্গলবার রাত ৮টায় (বাংলাদেশ সময়) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের।নিকটজনের বরাতে কলকাতার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো বর্ষীয়ান এই শিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে।
গত ২৬ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি সন্ধ্যা মুখার্জী। মাঝখানে করোনাতেও আক্রান্ত হয়ে সেরেও উঠেছিলেন। গতকিছু ধরে তার শারীরিক উন্নতির কথা ব্রিফিংয়ে বলছিলেন চিকিৎসকরা। তবে মঙ্গলবার থেকে আবারও অবনতি শুরু হয় তার। অবস্থা গুরুতর দেখে এদিন আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী।
অসুস্থ হওয়ার আগের দিন (২৫ জানুয়ারি) পদ্মশ্রী সম্মান প্রত্যাখান করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। ভারতের কেন্দ্রীয় সরকার আগে থেকে তাকে কিছু জানায়নি। তাছাড়া, ফোনে যেভাবে পদ্মশ্রী সম্মান দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে কিংবদন্তী শিল্পীর কাছে, সেটা তার কাছে যথেষ্ট অপমানজনক ঠেকেছিল বলেই তিনি জানিয়েছিলেন। ক্লাসিক্যাল সংগীতের পাশাপাশি ফিল্মি দুনিয়াতেও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানের সংখ্যা অসংখ্য। একসময়ে বলিউডেও চুটিয়ে গান গেয়েছেন তিনি।
এই পথ যদি না শেষ হয়, মধু মালতি ডাকে আয়, তুমি নাহয় রহিতে কাছে, গুন গুন মন ভ্রোমরা, এ শুধু গানের দিন, আমি জেনে শুনে বিষ করেছি পান এর মতো অসংখ্য গান তার কণ্ঠে কালজয়ী হয়ে আছে।