এস এম সোহাগ রানা, তালা (সাতক্ষীরা) : বর্তমান সময়ে কোভিড (১৯) করোনাভাইরাস সম্পর্কিত বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন তালা উপজেলা নির্বাহী অফিসার।
রবিবার (১১জুলাই) তালা উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহি অফিসার তারিফ উল- হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বার, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জলিল আহমদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবিএম জুলফিকার রায়হান, সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর আলী সহ ক্লাবের কর্তব্যরত সকল প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় তালা উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বলেন, এই মহামারী করোনাভাইরাস জাতি যখন ক্লান্তিময় সময় পার করছেন জেলা প্রশাসনের সাথে সাংবাদিক মহল কাজ করছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনজন ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার কাজ করছেন মানুষকে ঘরে ফেরাতে আমরা কঠোর পরিশ্রম করছি। মানুষকে জেল জরিমানা করা আমাদের লক্ষ্য নই” মানুষকে সতর্ক ও মানুষকে ঘরে ফেরানোই আমাদের লক্ষ্য।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে এক হাজার মানুষকে করোনা সহয়াতা প্রদান করা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যানদের কাছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা প্রেরণ করা হয়েছে। সামনে কোরবানির ঈদ/ঈদুল আযহা উপলক্ষে গরু হাট বসানো নিয়ে আলোচনা করা হয়। সেটা আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে পরবর্তীতে জানানো হবে এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সর্তক করা হয়।