নাজমুল বিশ্বাস সুজন : চাঁদপুর জেলা থেকে অপহরণ হওয়া মো. হান্নান মৃধা (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
রোববার (১৩ মার্চ) সকালে বেনাপোল বাইসপাস সড়কের পাশে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে চাঁদপুর পৌর সভার মৃধা বাড়ি রোড এলাকার আবুল হোসেন মৃধার ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত মো. গোলাম রসূল উজ্জীবিত বাংলাদেশ কে জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার প্যান্টের পকেটে পরিচয়পত্র পাওয়া যায়। মরদেহটি ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হচ্ছে।