স্টাফ রিপোর্টার : চিহ্নিত মাদক ব্যবসায়ী, একাধিক মাদক ও নারী পাচার মামলার আসামি পুলিশের সোর্স পরিচয় দানকারী পায়রাডাঙ্গার আজগার আলী বেপরোয়া হয়ে উঠেছে।
বেপরোয়া আজগার আলী সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের পায়রাডাঙ্গা গ্রামের আশরাফ আলীর ছেলে। তার নামে নারী পাচার ও মাদকের ১০ টি মামলা রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
প্রকাশ্যে মাদক চোরাকারবারি, পুলিশের নাম করে চাঁদাবাজি, নিরীহ সাধারণ মানুষকে পুলিশের ভয় দেখিয়ে ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে অর্থ আদায় করা সহ বিভিন্ন অভিযোগ উঠেছে আজগার আলীর নামে।
পায়রাডাঙ্গা, পরানদহা এলাকার একাধিক ভুক্তভোগী ব্যক্তি নাম প্রকাশ না করে অভিযোগ করে বলেন, কিছুদিন আগেও বহু মাদক ও নারী পাচার মামলার আসামি আজগার আলী পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতো। এখন সে কাউকে পরোয়া করেনা। সদর থানা পুলিশের এক কর্মকর্তা যোগদানের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে আজগার। ইতিমধ্যে সে সাতক্ষীরার বিভিন্ন এলাকার বহু সাধারণ মানুষকে পুলিশের জালে ফাঁসিয়ে হয়রানি করেছে।
এখন আজগার আলীকে সন্ধ্যার পরে সদর থানা চত্বরে ঘোরাঘুরি করতে দেখা যায় প্রতিদিন। সে সদর থানার কর্মকর্তার সোর্স ও কাছের লোক হওয়ায় এলাকার সাধারণ মানুষ এসব ব্যাপারে মুখ খুলতেও ভয়পায়।
পুলিশের সোর্স পরিচয় দানকারী মাদক ব্যবসায়ী আজগার আলীর হাত থেকে রেহাই পেতে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছে শিবপুর ইউনিয়ন এর একাধিক সাধারণ মানুষ।