দেবহাটা প্রতিনিধি : সরকারি ছুটির দিনেও নিয়মিত অফিস করছেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। তবে ছুটির দিন গুলোতে কার্যপরিধি সীমিত করে দুপুর ১ টা পর্যন্ত অফিসেই জনগনকে সেবা দিচ্ছেন তিনি।
অন্যান্য দিনের মতোই শুনছেন জনগনের সমস্যা ও প্রত্যাশার কথা। করছেন শালিস বিচার। দাপ্তরিক কর্মকান্ডের অংশ হিসেবে ছুটির দিনেও অভিযোগ ও আবেদন জমা দেয়ার পাশাপাশি উপজেলা চেয়ারম্যানের সেবা পেয়ে খুশি সর্বস্তরের মানুষ।
পবিত্র শবে বরাত উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটিতে যখন গোটা উপজেলার অফিস পাড়ায় তালা ঝুলছে, ঠিক তখন উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানকে দেখা গেল তার অফিসে সাধারণ মানুষকে দাপ্তরিক সেবা দিতে।
সেসময়ে তিনি সাংবাদিকদের বলেন, মানুষের সমস্যার শেষ নেই। তাই যাতে করে জনগন নিরবিচ্ছিন্ন সেবা পায়, সেজন্য ছুটির দিনেও আমাকে অফিস করতে হচ্ছে। আজ ছুটি থাকা স্বত্ত্বেও উপজেলার বিভিন্ন এলাকার তিনটি শালিস করতে হয়েছে অফিসেই।