হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) বিকাল ৫ টায় বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক ইকবাল পাপ্পির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জহিরুল ইসলাম (নান্টু), প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতিকের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দীন চেয়ারম্যান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল হক সরদার, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চু, উপজেলা আওয়ামী ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহমেদ রনি প্রমুখ।
বক্তারা এসময় সাঈদ মেহেদী বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৮শে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও উৎপাদনকে অব্যহত রাখতে শেখ রিয়াজ উদ্দীনকে পুনরায় বিজয়ী করতে নৌকায় ভোট দিতে হবে।
এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বঙ্গবন্ধুর নৌকা, জননেত্রীর নৌকা ও উন্নয়ন উৎপাদনের প্রতিক নৌকায় ভোট দিতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগ, জেলা আওয়ামী যুবলীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, ইউনিয়ন আওয়ামী যুবলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও শ্রমিক লীগ ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।