দীপক শেঠ, কলারোয়া : বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হত্যার হুমকির প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭১’র ঘাতকদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি শনিবার বিকালে পৌর সভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিশ্বাস মার্কেট চত্বরে আ’লীগ কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, যুবলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, আ’লীগ নেতা চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন, আ’লীগ নেতা আজিজুর রহমান, পৌর কাউন্সিলর জি,এম শফিউল আলম, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন সহ আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতা- কর্মীবৃন্দ।