স্টাফ রিপোর্টার : ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা শহরের খুলনা রোডমোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পাস্তর্বক অর্পনের মধ্য দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান সাতক্ষীরা পৌরসভায় নব নির্বাচিত কাউন্সিলর বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুর জাহান, ৪, ৫ ও ৬ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনীমা রানী মন্ডল সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।