আজ শনিবার বেলা ১২টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। জেলা প্রশাসক উদ্যোক্তা তৈরীর জন্য উদ্বুদ্ধ করেন এবং শ্রমিক ও মালিকদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের পরামর্শ দেন।
উপস্থিত ছিলেন গোলাম সাকলাইন, উপ-ব্যবস্থাপক বিসিক সাতক্ষীরা, মোঃ মাসুদ পারভেজ রমি, শিল্পনগরী কর্মকর্তা বিসিক সাতক্ষীরা, রোহিত চন্দ্র ঘোষ, প্রমোশন অফিসার বিসিক সাতক্ষীরা এবং বিসিক মালিক সমিতির সভাপতি, জি এম নূরুল ইসলাম রনি, সেক্রেটারি, সুরেশ পান্ডে।
শিল্প মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন এস.কে আশরাফুজ্জামান, সিইও, মোস্তফা অর্গানিক শ্রিম্প প্রোডাক্ট লিমিটেড, শাহজাহান আলম, এমডি সোনালী ইঞ্জিনিয়ারিং, সাইফুল ইসলাম, হাইকেয়ার এগ্রো সাইন্স লিমিটেড, মোঃ মুবাশশীরুল ইসলাম তকী, গানিম এগ্রো কেয়ার লিমিটেড, মোঃ আব্দুল মজিদ মোল্লা, মামুন ওয়েস্ট কটন ফ্যাক্টরি, মোঃ ইয়াছিন অ্যালোন অ্যাগ্রোভেট সহ অন্যান্য মালিকবৃন্দ।