স্টাফ রিপোর্টার : জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২১এর দ্বিতীয় খেলায় কুষ্টিয়া জেলা ফুটবল দলকে ৩-১ গোলে পরাজিত করে সাতক্ষীরা জেলা ফুটবল দল জয়লাভ করেছে। শনিবার যশোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ এর দ্বিতীয় খেলা। ম্যাচে কুষ্টিয়া জেলা ফুটবল দলের মুখোমুখি হয় সাতক্ষীরা জেলা ফুটবল দল।
সাতক্ষীরা জেলা ফুটবল দল ৩-১ গোলে কুষ্টিয়া জেলা ফুটবল দলকে পরাজিত করে। সাতক্ষীরার পক্ষে অন্তিকা, সাথী মুন্ডা ও রাফিজা একটি করে গোল করেন। আগামী ২৭ ডিসেম্বর বেলা ১২ টায় যশোর স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা বনাম চুয়াডাঙ্গা জেলার মধ্যকার প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।
শনিবার কুষ্টিয়া জেলা ফুটবল দলের সাতে সাতক্ষীরা জেলা দলের অনুষ্ঠিত খেলাটি উপভোগ করেন টিম ম্যানেজার ফারহা দিবা খান সাথী, জাহিদুর রহমান খান চৌধুরী, আতিকুর রহমান ছট্টু, আসাদুর রহমান, লিয়াকত হোসেন করুন, মমতাজ খাতুন মিরা, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইমরান, প্রত্যাশা ও রানিম, আক্তার প্রমুখ।