স্টাফ রিপোর্টার : ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে ২০ আগস্ট শুক্রবার সন্ধায় শহরের খুলনা রোডমোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে শোক দিবসের উক্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়।
মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি ও এম আর পরিবহনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি বিকাশ রায়, তালা শহিদ আলি আহমদ সরকারি বালিকা উচ্চ বিধ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা অলক কুমার তরফদার।
মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন যুগ্মসম্পাদক তৈয়বুর রহমান, পাটকেলঘাটা হারুণ উর রশিদ কলেজ অধ্যক্ষ আনোয়ারুল হক, ইসলামি ব্যাংক কর্মকর্তা আব্দুস সবুর, সোনালী ব্যাংক আব্দুস সাত্তার।
অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক তৈবুর রহমান, সহ-সাংগঠনিক মেহেদী হাসান প্রমুখ।