স্টাফ রিপোর্টর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় করোনায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা, কোরআন খতম, দোয়া মাহফিল এবং দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ আগস্ট) দুপুর ১২ টায় সুলতানপুর কাজীপাড়া মোড়ে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা যুবলীগের আয়োজনে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জি এম ওয়াহিদ পারভেজ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সাবেক ছাত্র নেতা ও যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, সাবেক ছাত্রনেতা ও ৪ নং ওর্য়াড যুবলীগের সভাপতি তানভির কবির রবিন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ২নং ওর্য়াড যুবলীগের ১ নং সদস্য মিঠুন ব্যানার্জি, সহ সভাপতি রাকিব হাসান বাপ্পী ও শাকিল, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাজ, ছাত্রনেতা আসাফুজ্জামান, ছাত্রলীগ নেতা আশিক রেজা অপু, শাকিল, উজ্জল সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জি এম ওয়াহিদ পারভেজ বলেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মানবিক যুবলীগের পক্ষে সকল ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় শোক দিবসে কোরআন খতম, দোয়া মাহফিল ও এবং দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।