আলতাফ হোসেন বাবু : ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার বৈকারী ইউনিয়ন পরিষদে শোক দিবসের উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার মহাসিন কবির (পিন্টু)’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সদর উপজেলা আওয়ামী লেগের সাবেক সফল সভাপতি আলহাজ্ব এস এম শওকত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান (আসলে), সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান (ঈদুল) ।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামুল হক ইনজা সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আতাউর রহমান।