চট্রগ্রাম, ০৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর, ২০২১) : সোমবার (২২ নভেম্বর ) সকালে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায় বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, এনডিসি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা একথা বলেন।
তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের জন্য দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য কর্ম কৃতি নির্দেশক, অভিন্ন প্রশিক্ষণ পাঠ্যক্রম প্রণয়ন এবং বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রম চলমান রয়েছে।
এজন্য জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার পূর্বাভাষ সম্পর্কিত তথ্য প্রকাশ এবং খাত-ভিত্তিক দক্ষতা তথ্য ভান্ডার প্রতিষ্ঠা করার কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। এক্ষেত্রে পেশার পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি প্রদান করা হবে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সকল প্রকল্প ও কর্মসূচী পরিবীক্ষণ ও সমন্বয় সাধন করা হবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মান উন্নয়ন, সনদায়ন ও পারস্পরিক স্বীকৃতির ব্যবস্থা গ্রহণ করাসহ শিল্প দক্ষতা পরিষদ গঠন এং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা এবং শিল্প সংযুক্তিকরণ শক্তিশালী করা সহ দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে কর্তৃপক্ষ কর্তৃক স্বীয় বিবেচনায় কার্যকর সঠিক কার্যক্রম গ্রহণ করা হবে।
তিনি বলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি আগামী বছরগুলিতে দক্ষতা উন্নয়নের লক্ষ্য দিক নির্দেশনা প্রদান করবে। সরকার শিল্পখাত, শ্রমিক ও সুশীল সমাজের অংশিদারিত্ব এর ভিওিতে সময়উপযোগী ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহন করবে।
আলোচনায় বিভিন্ন সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রধান বা প্রতিনিধিগণ এবং বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাশকগণ অংশগ্রহণ করেন।