খুলনা, ১৮ কার্তিক (০৩ নভেম্বর) : বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় বিষয়ে নাগরিক সংলাপ আজ (বুধবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার এতে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সকল পর্যায়ে সুশাসন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। রাষ্ট্রীয় দপ্তরসমূহে শুদ্ধাচার নিশ্চিত করাই জাতীয় শুদ্ধাচার কৌশলের অন্যতম উদ্দেশ্যে। নৈতিকতার বিকাশ পরিবার থেকে হওয়া উচিত।
কঠোর আইনের চেয়ে হৃদয়ের তাড়নাই মানুষকে সুশাসনের দিকে ধাবিত করে। তথ্য অধিকার আইন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সিটিজেন চার্টার, শুদ্ধাচার কৌশলসহ সব কিছুর মূল লক্ষ্য নাগরিক সেবা সহজ করা।
বেসরকারি উন্নয়ন সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সভাপতি অধ্যাপক জাফর ইমামের সভাপতিত্বে সংলাপে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দি হাঙ্গার প্রজেক্টের রিজিওনাল কোর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক রমা রহমান।