স্টাফ রিপোর্টার : জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধায় সাতক্ষীরায় স্মরণ করা হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের।
রোববার সকাল সাড়ে ৮টায় শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী,
সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, কোষাধ্যাক্ষ শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য আতিকুল ইসলাম ছট্টূ, আবুল কাশেম বাবর আলী, ফরহাদ খান সাথী, বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার হারুন-অর-রশিদ, সাহেব আলী, খন্দকার প্রাপ্তিসহ সকল পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।