আলতাফ হোসেন বাবু : ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ১০টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তাবক অর্পন, বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে ১৫ আগস্ট এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক ও স্যাটেলাইট টেলিভিশনে অসমাপ্ত মহাকাব্য শীর্ষক প্রামান্য চিত্র প্রদর্শন, মসজিদ সমূহে বাদ জোহর এবং অন্যান্য উপসানালয়ে সুবিধাজনক সময়ে দোয়া প্রার্থনার আয়োজন, সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নিজ নিজ ফেসবুক আইডিতে নিজ নিজ ব্যবস্থাপনায় ১৫ আগস্টের উপর আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তাবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকারের উপ পরিচালক মাশরুবা ফেরদৌস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে এম ফজলুল হক, জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগের সাধারণ সম্পদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. শেখ মুজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়ত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তানজিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমস কনক কুমার, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লেগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ-জোহরা।
এদিকে সাতক্ষীরা জেলা শহরের বিভিন্ন সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তাবক অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংগঠনের মধ্যে রয়েছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, পিবিআই, সিআইডি, সিভিল সার্জন, জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সদর উপজেলা পরিষদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট, জেলা পরিষদ, নবজীবন পলিটেকনিক ইন্সিটিউট, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, রোভার স্কাউটস, ইনকাম ট্যাক্স, পানি উন্নয়ন বোর্ড, সোনালী ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধি বৃন্দ।