স্টাফ রিপোর্টার : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৩ নং লাবসা ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনিরুল ইসলামের আয়োজনে ১৫ আগস্ট রবিবার জাতীয় শোক দিবসের উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল।
এছাড়া বক্তব্য রাখেন তালতলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আরিফুল ইসলাম, তালতলা-মাগুরা সি এন্ড বি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মনোয়ার হোসেন, তালতলা-মাগুরা আলামিন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ ইউনুস আলী।
মোনাজাত পরিচালনা করেন তালতলা দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ শফিকউল্লাহ আজাদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহাসিনুল হাবিব মিন্টু।