শ্যামনগর প্রতিনিধি : আজ ১৫ আগষ্ট (রবিবার) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পটি জলবায়ু ঝুঁকিপূর্ন এলাকা শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা গ্রামে অনুষ্ঠিত হয়। প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এছাড়াও করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে সেবাগ্রহণকারীদের মাঝে কাউন্সেলিং করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে ৫০ জনের অধিক রোগী স্বাস্থ্যসেবা গ্রহন করেছেন। রোগীরা লিডার্স এর ফ্রি চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *