ডেস্ক রিপোর্ট : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের আয়োজনে দিনব্যাপি কালোব্যাজ ধারণ,শোক র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নিবেদন, স্বেচ্ছায় রক্তদান এবং এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়ছে।
১৫ আগস্ট (রোববার) সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবকের মাধ্যমে দিন ব্যাপি কর্মসূচির শুরু করা হয়। এছাড়া বেলা ১২টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বাদ যোহর দোয়া অনুষ্ঠান এবং ২০০ এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত ই খুদা, জুনিয়র কনসালট্যান্ট ডা. মাহমুদুল হাসান পলাশ, জুনিয়র কনসালট্যান্ট ডা. কল্যাননাশীষ সর্দার, জুনিয়র কনসালট্যান্ট ডা. সুমন কুমার দাশ, মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান, মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি অর্নব সাঈদ,যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম ইসলাম সজীব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইচিপ সভাপতি ডা. সুমন কুমার শীল, সাবেক প্রচার সম্পাদক ও ইচিপ সেক্রেটারি ডা. রসিফুর রহমান দিপ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজমুস সাকিব চোধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ প্রমুখ।