জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
সভায় ১০ আগস্ট মঙ্গলবার সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচি গুলো হচ্ছে- ১৫ আগস্ট সকাল সাড়ে ৭টায় জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন ও কালোব্যাজ ধারন। সকাল ৮টায় খুলনা রোড মোড় চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পন। দুপুরে অফিস ইউনিটে দোয়া অনুষ্ঠান ও দুস্থ মাঝে খাবার বিতরণ।
উক্ত কর্মসুচি সমূহ সফলভাবে পালন করার জন্য ইউনিটের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, যুবসদস্যবৃন্দকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল। প্রেস বিজ্ঞপ্তি