ডেস্ক রিপোর্ট : জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের মাসব্যাপি কর্মসূচীর শুরু করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগাস্ট) সাতক্ষীরা মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সামেক ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি অর্নব সাঈদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম ইসলাম সজীব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইচিপ সভাপতি ডা. সুমন কুমার শীল, সাবেক প্রচার সম্পাদক ও ইচিপ সেক্রেটারি ডা. রসিফুর রহমান দিপ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজমুস সাকিব চোধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ প্রমুখ।