ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ সংঘের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ,
সিনিয়র সহ-সভাপতি মিলন রায়, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক শাওন মাহমুদ, পৌর তাঁতী লীগের সভাপতি মো রাশিদুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক মো. সামিউল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব রনজিত ঘোষ প্রমুখ। এসময় প্রায় ৪০০ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
অধ্যক্ষ আবু আহমেদ বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের অংশ হিসেবে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর আমরা তৃণমূলের নেতা-কর্মীরা তাঁর হাতকে শক্তিশালী করতে যে যার অবস্থান থেকে সাধ্যানুযায়ী কাজ করে যাচ্ছি।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগে সব সময়ই মানুষের পাশে থাকবে। আসুন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে মহামারী করোনার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেই পাশাপাশি প্রত্যেকেই বৃক্ষ রোপণ করে দেশের তথা বিশে^র সবুজায়নে অংশ নেই।