স্টাফ রিপোর্টার : স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে সোমবার বেলা ১২টায় সুলতানপুর ক্লাব মাঠে জাতীয় শোক দিবসের উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, যুগ্মসম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুণ উর রশিদ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্না, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা তাঁতিলীগের সভাপতি কাজী মারুফ হাসান।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা শেখ নুরুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, ফিফা সাবেক রেফারী তৈয়ব হাসান বাবু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, সাবেক যুবলীগ নেতা আসাদুজ্জামান লিটু, নাসিম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সুলতানপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাও. সাদিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *