স্টাফ রিপোর্টার : ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ১৭ আগস্ট বুধবার সন্ধা ৭টায় শহরের সুলতানপুর সংগঠনের কার্যালয়ে শোক দিবসের আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি রাশেদুজ্জামান রাশি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, সদস্য নাজমুন নাহার মুন্নি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি নুরুল হক।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভির হুসাইন সুজন, পৌর কাউন্সির আলহাজ্ব ফিরোজ হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন, আ.লীগ নেতা আশরাফুল কবির খোকন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মুফতি কামরুজ্জামান।