আলতাফ হোসেন বাবু : স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
১৫ আগস্ট রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদৎ বার্ষিকীর কর্মসূচির মধ্যে সকাল ৭.৩০ মিনিটে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮ টায় খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে মাল্যদান, শহরব্যাপি বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, দুপুর ১২ টায় পৌর এলাকায় শতাধিক স্থানে দুঃস্থদের মধ্যে খাদ্য বিবরণ।
যোহর নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া মহাফিল। বিকাল ৫ টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে ৪৬ টি খতম কোরআন এর দোয়া মহাফিল। সন্ধ্যা ৭টায় পুরাতন সাতক্ষীরার মায়ের মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে।
জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ কে শোক দিবসের কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ,কে,ফজলুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
এদিকে, বিকাল ৫ টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদৎ বার্ষিকী জাতীয় শোক দিবসে জাতির পিতা ও পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় ৪৬ খতম কোরআন পড়া শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও দোয়া মাহফিল কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ,কে,ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
এছাড়া উপস্থিত থাকবেন নলকুড়া কাসেমুল উলুম মাদ্রাসার কোরআনের হাফেজ ও এতিম শিশু শিক্ষার্থীরা সহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।