আলতাফ হোসেন বাবু : ১৫ আগস্ট ২০২১ জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার, সকাল ১০ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উক্ত শোক সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হকের সভাপতিত্বে এবং যুগ্নসম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ও দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের যৌথ সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি , বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম. জগলুল হায়দার এমপি ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, যুগ্নসম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতী, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভিন রত্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন,
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা শ্রমিকলীগের যুগ্নসম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের জন স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, সদস্য আলহাজ্ব এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সহ-সভাপতি বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, সাধারন সম্পাদক শাহাজান আলী, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান নুরুল হক সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।