স্টাফ রিপোর্টার : ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে ১৬ আগস্ট মঙ্গলবার সন্ধা ৭টায় শহরের খুলনারোড মোড়ে সংগঠনের কার্যালয়ে শোক দিবসের আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর কমিটির সভাপতি ও এমআর বিজনেস গ্রুপের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার সভাপতি রাশেদুজ্জামান রাশি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, মধুবাগ আবাসিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার আব্দুল জলিল, অধ্যক্ষ আবু সাঈদ।
এছাড়া উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদ আলী, ৯নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সহ যুগ্নসম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক তৈবুর, মেহেদী হাসান, আফসার আলী, আলমগির হোসেন, বাবু, রাজু প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সদও হাসপাতাল জামে মসজিদেও পেশ ইমাম মুফতি মাও. সাইফুল্লাহ। পরে দুঃস্থদের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করা হয়।