নিজস্ব প্রতিনিধি : জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার বর্ধিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শ্রমিক লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. জোহর আলী’র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু।
বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ
সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক ও
সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি প্রমুখ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা
জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গির হোসেন শাহিন, জাতীয়
শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. জাহিদ খান, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. রমজান আলী প্রমুখ।
জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার বর্ধিত সভা শেষে মো. দেলোয়ার হোসেনকে আহবায়ক ও মো. কবিরুল ইসলাম, মো. আব্দুস সাত্তার জুয়েলকে যুগ্ম আহবায়ক ও জাহিদ খানকে সদস্য সচিব করে জাতীয় শ্রমিক লীগ সদর উপজেলার সম্মেলন প্রস্তুতি কমিটি এবং মো. জোহর আলীকে আহবায়ক, মো. রমজান আলীকে সদস্য সচিব, মো. মাসুম বিল্লাহ, মো. শহিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম খোকন, মো. ইসহাক সরদার, শেখ আজাদ আলী ও মো. আক্তারুজ্জামানকে যুগ্ম
আহবায়ক করে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা পৌর শাখার সম্মেলন প্রস্তুতি
কমিটি ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু।
সেই সাথে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরী করার নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম
বাহাউদ্দিন নাছিম ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার
বিপ্লব বড়ুয়া জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনান্তে
মহানগর/জেলা/উপজেলার সকল আহবায়ক কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল করায় জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার বর্ধিত সভায় আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা, উপজেলা, পৌর ও জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।