দেবহাটা প্রতিনিধি : মেয়ে-জামাইয়ের মধ্যকার চলমান খুটিনাটি বিবাদের জের ধরে দলবল নিয়ে হামলাসহ জামাতাকে পিটিয়ে জখম করে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রহিম গাজী নামের এক শ্বশুরের বিরুদ্ধে। তিনি আশাশুনী উপজেলার বসুখালী গ্রামের বাসিন্দা।
সোমবার রাত ৮টার দিকে দেবহাটার পারুলিয়া ইউনিয়নের পাতাখালী মসজিদ সংলগ্ন জামাতা আমিরুল ইসলামকে তার নিজ বাড়িতে ফেলে সদলবলে বেধড়ক পিটিয়ে জখমের পর আলমারী ভেঙে দেঢ় লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ সত্তর হাজার টাকা সহ মেয়ে ও নাতনীকে নিয়ে যান শ্বশুর রহিম গাজী।
বর্তমানে আহত জামাতা আমিরুল ইসলাম দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় তিনি বাদী হয়ে শ্বশুরসহ ৫জনের নাম উল্লেখ এবং আরোও ১৫/১৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে ওসি বিপ্লব কুমার সাহা বলেন, ঘটনার তদন্ত পরবর্তী জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।