স্টাফ রিপোর্টার : কলারোয়া বরণডালি জামেয়া নূরে মদিনা বালক/বালিকা কওমী মাদ্রাসায় সায়রা খাতুন একাডেমিক ভবনের উন্নয়নে আবারও নগদ অর্থ দিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
বরণডালি জামেয়া নূরে মদিনা বালক/বালিকা কওমী মাদ্রাসায় সায়রা খাতুন একাডেমিক ভবনের উন্নয়ন উপলক্ষে সোমবার সকাল ১০টায় মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের এক আলোচনা সভা অনুষ্ঠিত।
মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাও. আব্দুল হাই এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও দাতা সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন জামেয়া নূরে মদিনা বালক/বালিকা কওমী মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ক্বারী নূর মোহাম্মদ, ডা. শফিউর রহমান, জমিদাতা মো: রজব সানা, আব্দুর জব্বার সানা, সদস্য মাও. মোস্তফা আল হাসান, মুফতী মাও. ইউসুফ, কাজী মিজানুর রহমান, আলহাজ্ব মাও. আসাদুজ্জামান, আব্দুস সোবহান, আলহাজ্ব ওলিয়ার রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন তার মায়ের নামে সায়রা খাতুন একাডেমিক ভবন উন্নয়নে আবারও নগদ ২ লাখ টাকা প্রদান করেন।
উল্লেখ, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন বরণডালি নূরে মদিনা বালক/বালিকা কওমী মাদ্রাসার আজীবন দাতা সদস্য ও অত্র মাদ্রাসার বর্তমান সভাপতি হওয়ায় ৩ লাখ টাকা নিজস্ব অর্থায়নে তিনি তার মায়ের নামে মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মান করেছেন।