স্টাফ রিপোর্টার : জাল কাগজপত্র নিয়ে অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ উঠেছে সাতক্ষীরা শহরের একটি চক্রের বিরুদ্ধে। এই চক্রের প্রধান কাজ কোথায় ত্রুটিপূর্ণ কাগজের জমি আছে।
সুযোগ বুঝে সেখানে থাবা মারা। এমনই একটি ঘটনা ঘটে গত মাসের ১৭ তারিখে শহরের কামালনগর উত্তর পাড়া এলাকার সুলতান আহম্মেদ’র ছেলে রুবায়েত আহম্মেদ এর বাড়িতে।
এব্যাপারে রুবায়েত আহম্মেদ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্র জানায়, জাল জালিয়াতি করে তৈরি করা কাগজ নিয়ে গত ১৭ এপ্রিল সকালে জমির মালিক রুবায়েত আহম্মেদ এর বাড়িতে হামলা চালায় কুখরালি আমতলা এলাকার মৃত শুকুর আলী সরদারের ছেলে হাফিজ সরদার, পলাশপোল এলাকার খলিলুর রহমানের ছেলে রানা, ইটাগাছা এলাকার মৃত আব্দুল মাজেদের ছেলে মনি, পলাশপোল এলাকার আ: রহমান বাবু ও সাগরসহ লাঠিয়ালরা।
এসময় রুবায়েত এর পরিবার জমি দখলে বাঁধা দিতে গেলে তাদের মারপিট ও গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা খুন জখমের হুমকি দেয়।
এঘটনার পরে আতঙ্কের মধ্যে দিন কাটছে রুবায়েত আহম্মেদের পরিবারের। সবসময় জমি দখলের হুমকি দিচ্ছে তারা। একই সাথে জাল কাগজপত্র তৈরি করে জমি বিক্রির পায়তারা চালাচ্ছে তারা।
এব্যাপারে সাতক্ষীরা সদর থানা পুলিশের উপপরিদর্শক গাজী সাজ্জাদ জানান, সাতক্ষীরা পলাশপোল মৌজার একটি জমি নিয়ে অভিযোগ হয়েছিলো। সমাধানের চেষ্টা করেছিলাম। পরবর্তীতে বিবাদীরা জানায় রুবায়েতের জমি নিয়ে তাদের কোন দাবী নেই।