দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলাসহ একাধিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩১ আগষ্ট) সকাল ১০ টায় জুম ক্লাউড মিটিং এর মাধ্যমে মাসিক আইন শৃঙ্খলা, উপজেলা সন্ত্রাস- নাশকতা প্রতিরোধ ও চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে জুম মিটিং এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিকিৎসারত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার,
কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম,ডিজিএম প্রকৌশলী নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রজেক্ট কর্মকতা(পিআইও) সুলতানা জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুর নাহার আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা

এছমত আরা বেগম, প্রোগ্রামার অফিসার আইসিটি মোতাহার হোসেন, ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিজিবি প্রতিনিধিবৃন্দ।

এ দিকে, উপজেলা পরিষদ মিলনায়তনে একই দিন বিকালে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *