সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য মৃত কালিপদ সরকার’র ছেলে আইনজীবী সহকারী বিধান চন্দ্র সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা আইনজীবী সহকারী সমিতি।
আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুল ছাত্তার ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল মান্নান (বাবলু) স্বাক্ষরিত এক পত্রে শোক প্রকাশ করে এই বিবৃতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২৬ মে রাতে আইনজীবী সহকারী বিধান চন্দ্র সরকার নিজের বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
এর আগে, রোববার (২৯ মে) বিকালে জেলা আইনজীবী সহকারী সমিতির ২য় তলায় শোক সভার আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি