স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম এর সাথে জেলা আমদানী ও রপ্তানী কারক এসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারন সম্পাদক ও জেলা আমদানী ও রপ্তানী কারক এসোসিয়েশন নবগঠিত কমিটির সভাপতি মো: শাহাদাৎ হোসেন, সাধারন সম্পাদক মো: শাহানুর ইসলাম শাহীন, সহসভাপতি শেখ মামুন উর রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক রিফাত হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা রইসুল আবেদীন রাতুল, অর্থ সম্পাদক সাংবাদিক খন্দকার আনিসুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, মিনিবাস বাস মালিক সমিতির সাবেক নেতা আব্দুর রকিব প্রমুখ।
ফুলেল শুভেচ্ছা শেষে সংক্ষিপ্ত মতবিনিময়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা আ’লীগের সম্পাদককে সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।