স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সহধর্মিনী মিসেস সালেহা ইসলাম শারীরিক অসুস্থতার কারণে ঢাকা ইসপাইন অর্থপেডিক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মিসেস সালেহা ইসলামের সুস্থতা কামনায় ১৮ই জুন শুক্রবার আছর বাদ সাতক্ষীরা কদমতলা জামে মসজিদে তাঁর সুস্থতা কামনায় এক দোয়া অনুষ্ঠান এর আয়োজন করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি ও সাবেক সাধারন সম্পাদক কাজী আখতারুজ্জামান মহব্বত।
এসময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সম্পাদক সালাম ,সাবেক সাংগঠনিক সম্পাদক শফি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন টিটু, রশিদ সর্দার, সাইফুল ইসলাম, হযরত আলী প্রমুখ, ছাড়াও অত্র এলাকার সমস্ত মুসল্লিগন।
দোয়া অনুষ্ঠান টি পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহাম্মাদ হারুন অর রশিদ । তারা মহান আল্লাহর কাছে তার আশু রোগমুক্তি কামনা করেন।