দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার সদ্য অনুমোদিত আহ্বায়ক কমিটি এবং দেবহাটা উপজেলা শাখা কমিটির নের্তৃবৃন্দদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় উপজেলার পারুলিয়াতে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম খান বাবু, যুগ্ম আহ্বায়ক এহসান হাবীব অয়ন, পৌর শাখার সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক বনি, দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান কবীর, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান সাদ্দাম, মিঠু খান, লিটন পারভেজ, আরিফুর রহমান, মিজানুর রহমান মাহিসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এরআগে জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মুনসুর আহমেদের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন স্বেচ্ছাসেবক লীগ নেতারা।