ডেস্ক রিপোর্ট : জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলার বৈকারী ইউনিয়ন পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান, সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান, বর্ডারগার্ড বাংলাদেশ বৈকারী কম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, এনজিও কর্মকর্তা এবিএম মোহিদ হাসান প্রমুখ।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগগুলো যেমন- আমার বাড়ি আমার খামার , আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, কমিউনিটি ক্লিনিক, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা কার্যক্রম বিষয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের ফলে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী এর সুফল ভোগ করছে। এ কার্যক্রমসমূহ অব্যহত রাখতে পারলে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বৈকারী ইউনিয়ন পরিষদের সচিব, সকল ইউপি সদস্যসহ তিনশতাধিক নারী অংশগ্রহণ করেন।
##